নিজস্ব প্রতিনিধি,
নয়া বিল। কোনও মন্ত্রী গ্রেফতার হলে বা ৩০ দিন আটক থাকলেই ৩১তম দিনে মন্ত্রিত্ব খোয়াতে হবে। কেন্দ্র আনছে এমনি বিল। ইতিমধ্যেই লোকসভায় পেশ হয়েছে এই বিল। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী-কেউই বাদ যাবেন না এই আইন থেকে। তবে এই বিলে প্রথমে প্রধানমন্ত্রীর নাম ছিল না। ১৩০তম সংবিধান সংশোধনী বিলে প্রধানমন্ত্রী পদের সংযোজন করেন খোদ নরেন্দ্র মোদী। একথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। যদি প্রধানমন্ত্রী কোনও দুর্নীতি বা অপরাধ করেন, তাহলে তাঁকেও জেল যেতে হবে। ৩০ দিন জেলে থাকলে, তাঁকে মন্ত্রীপদ ছাড়তে হবে। সংসদের বাদল অধিবেশনে পেশ করা ১৩০ তম সংবিধান সংশোধনী বিলে এমনটাই প্রস্তাব দেওয়া রয়েছে। মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রীও এই নিয়ম থেকে ছাড় পাবেন না।
Akb tv news
24.08.2025